"অনুতাপ"


কোন সে শাপেতে দহনে জারিত প্রহারিছ কোণে কোণে
রিক্ত আজিকে ধরণী কাঁদিছে হলাহলে ধরা বাণে।
কি দোষে দূষিত মানব আজিকে; বিধানে অমোঘ হায়!
অশ্রু আজিকে রুধিতে নারিছে গরল সে
বায় ধায়।


ধাবিত কণাতে কঠিন পণেতে কোণে কোণে ধরাতল
বহ্নির চিক উদিছে বাতাসে নিন্মে ধরণী তল।
ক্লান্ত মেদিনী খাদের ই কিনারে ক্রন্দন রোল ওঠে
নিবারিতে প্রাণ পাহাড় প্রমাণ কেহ নাহি
পথে ঘাটে।
রুধিত দ্বারেতে দ্বারকা আজিকে মন্দিরে নাই সান
নীরবে নিথরে নিঠুরো বিধানে; ক্রন্দনে আসমান।
কি দোষেতে হায় দুষিত মানবে প্রহারিছো প্রভু কহ  
তোমার ই দ্বারেতে নিত্য পূজনে, তাহারা অবনিত
কায় দেহ।


আজি বিবাদের বিষ অহর্নিশ ধর্ম কি জ্ঞান তার
প্রদোষের বায়ে ক্রুরতায়ে, হে প্রভু; নাই প্রমত্ত হাহাকার।
মানবে মানবে সমানতা আজি বন্ধনে গাহে গীতি
দীনো জনে আজি নাহিকো অশুচি জড়ায়েছে
প্রেম প্রীতি।
সাম্যতার ঐ লেবাসে আজিকে লিপ্ত সে কায় মন
বিরোধে আজিকে নাহিকো মানবো সৃষ্টিতে মন আরাধন।
হিংসা ও দ্বেষ ভূ তলে পতিত প্রেমের ডালিতে আজি
মনোহরা মন হৃদয় আজিকে প্রেম সে
নীড়েতে সাজি।


অনুতাপে আজি বহিছে ভুবন ক্ষমা কি নারিতে তারে!
পরম দয়ালু দয়াল আজিকে; মাগিনু করুণা দ্বারে।  
মাগিনু করুণা দ্বারে। , মাগিনু করুণা
দ্বারে।