Home » Poems » Sanjay Karmakar » Apostate fourth and the last part
Sanjay  Karmakar Avatar
Sanjay Karmakar | + Follow Poet | Send Soup Mail
Prose | + Fav Poem | Make a Comment | Email Poem | Print Poem | Report | Create an image from this poem.
Apostate fourth and the last part


I will jerk and jump over them like a whirlwind
I will blow away my horse up on them and will mingle them into dust
I will set fire and burn their flag of miscreant
heat and combustion will burn their house
in the fire given by your son.


Ego of them will burn to ashes when it burns
O Mom, give me your blessings these to earns
my blood is boiling fast and fast in anger
it is extreme, like the thunder
please make me ready for war, please mom.


The mother loses eyesight tears flowed down her cheeks
she wrapped her son around her chest and kissed
she feels to be proud of her son's thoughts like this
says yes Khokon my son you must keep your promise.


Peoples today lost their humanity, bloods are flowing
thousand of lives dies in their nasty acts, such a situation ongoing
yes my son go fast go to war field the lamp to lit
run your horse run fast such a human race to built.


Copyright © Sanjay Karmakar | Year Posted 2022


আমার লেখা মূল কবিতাঃ-


মানবতাবাদী লেখা "ধর্মহারা পাঁচ তথা শেষ ভাগ"
- সঞ্জয় কর্মকার
Sanjay Karmakar
  · 17tS 1h0ch80ar0tsa9s5reld5t0  ·
"ধর্মহারা-পাঁচ তথা শেষ ভাগ"


ঘুর্ণি যেমন প্রবল ও মা টুটবো ওদের প'র
উড়িয়ে ধুলো ছুটিয়ে ঘোড়া ভাঙবো তাঁতির ঘর।
বজ্জাতির ওই ধ্বজা তলে আগুন দেবো জ্বেলে
তাপ ও দহন পুড়বে সে ঘর জ্বালবে তোমার ছেলে।


অহং সে বোধ দহন জ্বালায় ভস্ম হবে খাক
ও মা তোমার আশীস দিও বাজবে রণঢাক।
রক্ত আমার ফুটছে অনল ফুটছে অনল তেজে
হৃদয় আজি ক্রোধিত সে তল সাজাও রণসাজে।


দু চোখ ধারায় কপোল হারায় মা যে খোকার প'রে
দু-হাত বুকে জড়িয়ে খোকায় চুমায় দিলো ভরে।
মিষ্টি খোকন সোনা আমার মানিক আমার ধন
হ্যা রে খোকন বলছে খোকায় সাধিস রে তোর পণ।


মানুষ আজি নাই কো ধরা রুধির বহে বান
আর সে অনল সে তার বাড়ি হারায় হাজার প্রাণ।
সোনা আমার যাও গো ত্বরা জ্বালতে সে দীপ আজ
ছুটিয়ে ঘোড়া যাও গো ত্বরা গড়তে মানব রাজ।