Home » Poems » Sanjay Karmakar » Apostate second part
Sanjay  Karmakar Avatar
Sanjay Karmakar | + Follow Poet | Send Soup Mail
Prose | + Fav Poem | Make a Comment | Email Poem | Print Poem | Report | Create an image from this poem.
Apostate second part


Anyone in pain , kinsman will accompany him
they will compensate his loss
no one will cry in the storm of sorrow and pain
the society will wake up in gross.


Mom don't cry further more, daddy is there
in the sky in star in night and in the dawn
I can see him there mom listen to him
saying establish the seed of love khokon.


Today I promise in this dawn in morning
I will write the song of destruction in the form of a hero
to break the trap of the religion
and will fill the world with the luster of love, mom; will not be a zero.


I will not be afraid of war in the land of slaughter
give me the sword to do the war  mom
it's my dream dreams of hope, dreams of you
glitters of which will wake up the society
will remove the darkness the pain and the storm.


Copyright © Sanjay Karmakar | Year Posted 2022


আমার লেখা মূল কবিতা


মানবতাবাদী কবিতা,"ধর্মহারা চার"
- সঞ্জয় কর্মকার
Sanjay Karmakar
  · 1t001pna9 hhtrss1cireg8  ·
"ধর্মহারা চার"


দৃষ্টি গেলে শূন্য হলে স্বজন দেবে সাথ
আগলে তারে রাখবে পরম বাড়িয়ে দেবে হাত।
কাঁদবে না কেউ দুঃখ ব্যথায় আঁধার আঁধি ঝড়ে
সমাজ সজাগ বইবে সে ঝড় ঝাঁপিয়ে সে তার প'রে।


ও মা তোমার কাঁদবে না আর পরম পিতা মোর
ঐ তো আকাশ রাতের তারা আর ঐ ঊষার ভোর
সেথায় সে মা দেখছি তারে বলছে ও মা শোনো
বলছে ও মা বলছে খোকন প্রেমের সে বীজ বোনো।


আজ ঐ প্রভাত ঊষার লগন সে পণ করি আজ
ধ্বংস গাথা লিখবো ও মা ধরবো বীরের সাজ।
ভাঙতে বিধায় কু-সব কানুন; ধর্ম সে তার ফাঁদ
প্রেমের আলোয় ভরিয়ে ভুবন সাধবো সে পণ সাধ।


বধ্য ভূমে বন আর রণে ভয় না পাবো মাগো
দাও মা কৃপাণ করতে সে রণ দাওনা ও মা ওগো।
স্বপ্ন আমার স্বপ্ন সোনার স্বপ্ন তোমার ও মা
সে তার প্রভায় জাগবে সমাজ সরিয়ে আঁধার তমা।