আহা! হারিয়ে গেলাম গহীন তলে প্রেমের যমুনায়
রুদ্ধ হলো দৃষ্টি আমার, দীপ্তি তারি ঘায়।
প্রেমের তুফান উঠলো হৃদে ভৈরবের ওই তালে
মিষ্টি তাহার কোমল ছোঁয়াচ
রইতে তার ঐ
কোলে।


চন্দ্র তপের মধুর ভূমে হারিয়ে গেল মন
রক্ত লহু নাচলো উঠে, তাহার
আরাধন।


কপোল তার ওই রূপের আধার, দৃষ্টি মায়ায় ভরা
চাউনি তার ঐ সরল মতি, প্রেমের তাজে গড়া।
দিব্য জ্যোতি ঘেরায় তার ঐ, অরূপ রতন কায়
ছল ছল ছল বইছে উছল, হৃদয়
দ্বারকায়।


তারায় ঘেরা রাত আকাশের চন্দ্র তার ঐ রূপ
যেমন ছোবল তীব্র শীতে স্নিগ্ধ যেমন ধূপ।
প্রবল স্রোতে যাচ্ছি ভেসে সেই আকাশের লোকে
সাধ্য না হয় সাধন দিব;
ডুবতে না হয়
শোকে।