হারিয়ে দ্যুলোক দ্যুতির পানে ধ্বজা ধরি
গহীন প্রেমে ডুবতে সাগর নীল শায়েরী।
গাইছে হৃদয় হিল্লোলে আজ প্রাণের গান
সঙ্গোপনে লীন সে মনে; নীলাম্বরীর
আরাধন।


হৃদ মদিরায় প্রলয় গানে উঠলো তুফান
আসলো ধেয়ে কাল বোশেখির মত্ত নাচন
বাজলো মাদল গড় গড় গড় গর্জনেতে  
নাচলো লহু নীল সাগরে হারিয়ে
যেতে।


কাঁপলো হিয়া থর থর থর লহর টানে
গাইলো পাখী সুর চড়িয়ে মধুর গানে।
ভূজঙ্গের ই নৃত্যে মেতে ঝট্‌পটানি
বৃষ্টি ঝরা টাপুর টুপুর রাত
কাহিনী।


মন্দিরেতে ঘণ্টা বাজে পুবের আকাশ
ফর্সা হয়ে জানান দিল দে অবকাশ।
স্নিগ্ধ লয়ে প্রদীপ জ্বালা তুলসী বেদি
ওষ্ট চুমি কোমল ছায়ে হৃদ সে
বাঁধি।