Sanjay Karmakar
  · 15h  ·


পুরাতন যায় চলে নব আসে নব রূপে
নবান্নে নব ধানে চাহো ওগো তারি পানে
পোলাপানে দিও না অ-সুখ।
পিছে পড়ে রয় তারা নবান্নে সুখ-হরা
দিও নাকো ভেঙে তারে, কচি যারা রয় দ্বারে-
মহী তে ব্যাকুল।


কাল তারি রথো প'রি পুরাতন যায় চড়ি
ঘূর্ণনে ধেয়ে চলে, দিয়ে যায় দলে দলে
অমূল্য রতন।
শোক নাই বিহ্বল, মহী রাজে দুই পল
নাই সুখ নাই দুখ নাই বুক ধুকপুক
নিরাশাতে মন।


কালে স্রোতে ভেসে চলি-আর কিছু কথাকলি
দুরন্ত ঘূর্ণিতে; পলে পলে পাক খেতে
আরোধ্য রতন।


বিঃদ্র- লেখাটি প্রিয় কবি শরীফ এমদাদ হোসেনের গতকাল প্রকাশিত কবিতা,"অভাবের বারোমাস" কবিতায় কমেন্ট করতে গিয়ে লিখেছিলাম।