(শ্রদ্ধেয় কবি সুকান্ত ভট্টাচার্যের শুভ জন্মদিনে তার প্রতি নিবেদিত লেখা)


আজও ছুটেছে রানার তিমির-তাহারা রাতের তারা
পেটের টানেতে টানিছে ঘানি, গৃহহীন
সর্বহারা।
পথে পথে ছোটে মাঠে ঘাটে, পিঠেতে বোঝার ঝোলা
রং তামাসার ঊষর ভূমে, তারা যে বাদুর
দোলা।
দরদে কাহারো চোখে নাই তো তাদের গান
কবি কাঁদে তার কাব্য কথায় সাধিতে তাদের
প্রাণ।
কত শত লোক ধনের পাহাড় গড়িতে সাধের গড়
বধ্য ভূমিতে সর্ব হারার-ঘাম ঝরে দর
দর।
ঝোলার দোলাতে কত না বাহারি রকমারি ভাঙা চুরা
তাদেরই দানেতে ব্যথিত প্রাণেতে; জীবন তাদের
গড়া।
তৃণ মূল দল সিক্ত নিহারে প্রভাতে তাহারা ছোটে
পথের দুপাশে ছড়ানো বিচালি-যেটুকু ভাগ্যে
জোটে।
শহরে নগরে আস্তাকূরেতে আবর্জনার ঢল
ব্যস্ত তাহারা সেই সে ভাগারে তাহারা অরুণ
দল।