Sanjay Karmakar
14 hrs  ·
"রাজনীতি ভাজা"


পরিপাটি ঘটি বাটি
ল্যাং চোনা ভান্ড
দিকে দিকে রব উঠে
বেজে উঠে ব্যান্ড ও।
                                      কিলে ভাই কিলো কিলো
                                      তালি মাটি কস্স
                                      খোলসানা করে কও
                                      ওলে তুমি বৎস।
জলঘোলা কলো কেনো
কলো কলো নিনাদে,
এ বি সি ডি জানে নাকো
শিক্ষক বীণা দে।
                          এলি উলি কই গেলি
                          ম্যান্দা রে খুঁজ ভাই
                          রাজনীতি ভেজে নিয়ে
                          আমি চুষে আম খাই।
কুলমুলে চনচনে
খেতে স্বাদ বড়ো তাই
চল হরি মালি লাথ
গরিবেরে চুষে খাই।Sanjay Karmakar
1 hr  ·
" আস্তাকুরের ধন"


হ্যালার পো ধরিস গোঁ! কামের বালাই নাই
রাত্র দিন ওই গাত্র কাদায় পঙ্কে ডুবাস তাই।
দিনের পতি অধিপতি অস্ত গেলে পূবে
শান্ত যে হয় মানুষ সবে সূর্য গেলে ডুবে।
ঘুমায় পরম তৃপ্তি সনে বাতাস লাগে দোল
আর ক'মোন বুদ্ধি দিব! এবার তারে ভোল।
প্রেমের দোলে সবাই দুলে হাহুতাশ ও করে
তাই রে প্যাঁচা হুতুম রে শোন শান্তি কুথায় ঘরে?
খান্ত হ'রে এবার হুলো; গ্যান্দা রে তুই ছাড়
ভুইলে এসব শান্ত হ রে নইলে হবেই হার।
মণির মালা সবই শালা আস্তাকুড়ের ধন
দিন মানে সব রেন্দা মারা রাত্রে করে রণ।
এই বেলা যা শুধরে ওরে কইছি তোর ওই বাপ
নারী রে শুন রাবিশ ভবে আস্ত গোমা সাপ।