ফাউ খেলে খাউ হয় কয়েসিল কানি বকে
পুঁজ দিয়ে লেপালেপি ঘিনঘিনে থকথকে।


আমিনাই স্বামী নাই কুনো কিছু মানি নাই
আসলটা চাই নাকো-ফাউ টুকু শুধু চাই।


কেহ রাজি হয় নাই ফাউ কেহ দেয় নাই
পেয়েসো কী দাদা তুমি ফাউ দিসে বিনা পাই।


পেলে সেই আস্তানা ভূ-লোকের কুনু কুণে
সাথি সাথি ক'বে মোরে সেলফোন টেলিফুনে।


বিঃদ্রঃ প্রিয় কবি শ.ম. শহীদের গতকাল প্রকাশিত কবিতা, "ফাও" এর উত্তর দিতে গিয়ে কমেন্ট দিতে গিয়ে এই মাত্রই লিখলাম। আজ এই প্রথম কারো কবিতা পাঠ করবার সময় হলো।