অবাক লাগে লাথ আর ঘৃণায় গরিব দুখীর প্রাণ
অবাক লাগে ধনের নেশায় তাদের
অন্বেষণ।
অবাক লাগে মদ মদিরায় আর নারীতেই মজে
অবাক লাগে কেহই না রয়, সর্বহারায়
পূজে।
অবাক লাগে পিতা মাতার দুঃখ ধরা প্রাণ
অবাক লাগে অপত্যের ওই জায়ার প্রেমের
গান।
অবাক লাগে ভাবতে চলি গড়লো জীবন যে
অবাক লাগে কেনই যে মন, তারে; ভাবতে
পারি নে।
অবাক লাগে প্রদুষণেই গড়ছি কেন ধরা
অবাক লাগে হিংসা দ্বেষে কেনই হৃদয়
হরা।
অবাক লাগে আজকে তরুণ কাল যে জরা কাল
অবাক লাগে ভূলেই যে যাই, জরা;
আসবে যে মোর
কাল।


মানবতাবাদী প্রকাশ, "দীন"


এই পৃথিবী দৈন্য অতি মানবতার বোধ
অনেক ঋণের জড়িয়ে ফাঁদে দেয় না
কভু শোধ।
বোধের বালাই আকাশ গেছে নাখুনেতেই চলে
হিংস্র গরল বাক পটুতায় ছল চাকুরির
বোলে।
ধন্য ধরা উদার অতি বাস্তু বসত দেয়
ফল ফুলেতে খাদ্য খানায় আপন
করে নেয়।
আকাশ বাতাস প্রাণ বায়ুতে অযুত নিযুত ঋণ
বুঝতে কেহই! শুধুই জুঝে এমন
তারা দীন।
দীন দয়ালের দেশের পানে নাই রে খানিক পল
ধনের নেশায় অন্ধ সবে বোদ্ধা গাধার
দল।
আয় রে মানিক সোনা আমার চাবুক দিব কশে
ছাল ছাড়িয়ে বাজিয়ে ঢোলক আনতে
তোরে বশে।


মানবতাবাদী লেখা, "কাজ"


(করোনা আতঙ্কে স্কুল বন্ধ থাকলে শিক্ষকেরা সময় মত বেতন পাবে, সরকারি দপ্তর বন্ধ হলেও ক্ষতি নেই র্মাস গেলে টাকা পাবেই। ব্যবসায়ী সমাজ বছর খানেক ব্যবসা বন্ধ থাকলেও খাবারের অভাব হবে না জমানো পূজি তে কিন্তু যারা দিন আনে দিন খায় শ্রমিক , তাদের অন্ন কি ভাবে জুটবে একবার ভেবেছেন কি!)


বোঝার পরে শাকের আঁটি আঁটিয়ে বসে বেশ
দুরু দুরু কাঁপছে রে মন করোনার ই
রেশ।
এই দেশেতে ঐ দেশেতে দেয় না রে ভায় যেতে
শ্রমিক মোরা দিন আনা লোক মরবো যে আজ
ভাতে।
আশপাশের ঐ দেশ গুলাতে কামের মেলা তাই
দু আনা ধন আনতে ঘরে তাদের দেশে
যাই।
তোমরা তো ভাই বলেই খালাস ঘরেই থাকো বসে
আর মহলে অন্দরেতে থাকবে রসে
বসে।
বালাই ষাট মোদের কথা একটু ভাবো আজ
অন্ন টুকু পাঠাও মোদের করোনায় নাই
কাজ।


(কাজ করতে না দিলে এই লোকগুলির কি হাল হবে ভাবছি। সিকিম ভুটানে বহু শ্রমিক আমাদের এখান থেকে কাজে যায়। সম্প্রতি সে সব দেশে শ্রমিকদের প্রবেশ করতে দেওয়া হচ্ছে না করোনা আতঙ্কে। হাজার হাজার শ্রমিক আজ তাই কর্মহীন।)