ডাঃ শাহানারা মশিউরঃ-


দাদী, দেখো,
ছেলেটা সারাক্ষণ হাত পা নাড়ছে
ও আমার পেটে থাকতেও আমাকে লাথি মারতো;
আমি ঘুমালে লাথি মেরে জাগিয়ে দিতো।


ময়না, তুই কী বলছিস
পবিত্রতার প্রতীক নিষ্পাপ শিশুটি তোর সন্তান
তোর দেহের অংশ।
যা, ওকে কোলে তুলে নে মায়ের আদর দে।
আমি পারবো না, কাছে গেলে ও আমাকে জড়িয়ে ধরবে!


প্রথম সন্তান কোলে এলে বিশ্ব ভাসে,
মায়ের উল্লাসে।
এ মায়ের কি হয়েছে?
কেন সে দাঁড়িয়ে আছে নিরাপদ দরত্বে?
কেন বাতাস ভারী হয়েছে রাঁরই অভিযোগে?


বাল্যবিবাহ,
মা শিশু, সন্তান ও শিশু।
ক্ষুদে মায়ের মন চলে যায় শৈশবের খেলায়
খুলে দে পায়ের শিকল!


সঞ্জয় কর্মকারঃ-
.
অভিলাষে মনে ভাসে পুতুলের সংসার
বাল্য সে বিবাহেতে ভেঙেচুরে
ছারখার।


পবনের ঝোঁকে দোলা ব্যথিতের ইতিকথা
প্রশমনে নাই বায়ু লেলিহান
শিখা যথা।


নদী তারি গতি হারা বাঁধে তারি স্থবিরতা
ক্ষুদা তারি নিরসনে ব্যথিতের
ইতিকথা।


জাগো জনে জন দেব দিও নাকো ফাল তারে
সাদি বিহা দিও নাকো শিশু মন
দলে তারে।