Sanjay Karmakarবাংলা কবিতা - ভারত
  · Mc6armhlchon 2mi7 6aor5t 9:48f eAM6u  ·


বাবুদের বাড়িতে তিন কিলো হাড়িতে
ভাত হলো রাধা বাড়া, দিলো খেতে চাড়িতে।
চাড়ি তারি তিন কোণা খেতে যেই দিনু হাত
ঝপ করে আলো নিভে কুচকুচে কালো রাত।
বাঁতি জ্বাঁলো নাকী সুরে শোনা গেল দুই বার
জ্বলে উঠে বাতি দুটি-দুই চোখে জ্বলে তার।
ভুত নাকি আধো আলো তার চোখে হলো ঘরে
পালা পালা রব উঠে কেউ বলে হরে হরে।
চাড়ি টেনে নিল ভুতে মাছ গিলে টপাটপ
তুলে আর মুখে দেয় গিলে নেয় গপাগপ।
আমি ভয়ে থরহরি জমে গেল দুটি পাই
তাই ওরে আছি ঘরে ভেগে যেতে পারি নাই।
খাওয়া হলে ভুতে বলে আঁমি তাঁ'লে আঁসি ভাঁই
জ্বলে গেলো বাতি সবে জেগে দেখি রাত নাই।