Sanjay Karmakar


  · oJmutfsSpttn ongundostowred  ·
বিবিধ লেখা,"বাবুর তালুক"


ভুখ আছে তাই বেগার খাটা ফাঁদের তলত চাপি
নিত্য দিনেই জবর কাজে দুই আনা দেয় পাপী।
হুজুর আমার মাই রে বাপু তার ওই বাড়া বাপ
খেয়াল তার ঐ লাগাম ছাড়া ফণায় সে বিষ সাপ।
সাফ কথাতে কয় সে ভারি বিষের ফুটায় হুল
এক বেলা তাও দু'মুঠ জোটে! বিঁধলে সে ঘাট কূল।
ভোট এলে গা মিষ্টি কুটুম ইষ্ট তার ওই বুলি
মধুর সুরের কূজন ভজেন করেন কোলাকুলি।
এই তো আছি সবুর গাছের মেওয়া ফলের খোঁজে
আধেক টাকায় ডাবল কাজে বাবুর তালুক পূজে।