Sanjay Karmakar


  · 2 mins  ·
যুগল রম্য রচনা, "বাঁচার জন্য"
"শ ম শহীদ"
.
বেঁচে থাকার আশায় শুধু
কতো কিছুই করি,
সোজা সড়ক ছেড়ে
কত বাঁকা সড়ক ধরি!
পরের কাঁধে পাড়া দিয়ে
নিজে উপর পৌছি গিয়ে
লোক দেখানো সাধু সাজি
মুখে- হরি! হরি!


বেঁচে থাকার আশায় কত
স্বার্থ ধরে টানি
মরে গেলে শূন্য দু'হাত
সেটাও ভালো জানি।
তবু সুযোগ নিতেই থাকি
ছল-চাতুরী, যাদুর ফাঁকি!
মরেও যিনি বেঁচে আছেন  
তাকেও আঘাত হানি!
.
"সঞ্জয় কর্মকার"
.
এমনি কি আর! বউ ছাওয়ালে
অনেক তাদের রণ;
গোলা বারুদ অস্ত্র তাগো
কেই বা দিব কন?
.
উহার লাগি ধরসি লগি
লোক ঠকানোর খেল;
ফাঁন্দে জুদি দিলই ধরা
আস্ত মারি বেল।
.
হীরে মানিক গল্প ফাঁদি
বস করিবার লাগি;
দানা চারা পাইলে দু'মোন
কান্ধে লিয়া ভাগি।
.
ভাগলপুরের  চিঁড়িয়া ঘরে
আহেন দিনের বেলা;
হাত কলমে দেইখা জাবেন
শিখায় দিমু খেলা।