"শ.ম. শহীদ"  


রাজনীতি ভাজনীতি
ভাজে ভাজে চলছি
যার পাই তার খাই
তারই কথা বলছি।


সামনে যে বড়ভাই
পিছনে সে শালা হে
রাজনীতি ঠিক তাই
সুখের আটচালা হে।  


ভাই শালা, শালা ভাই
এই করে আছি বেশ
কেটে খাই বেঁটে খাই
ভালবাসার এই দেশ।।


"সঞ্জয় কর্মকার"


ভালোবাসি এই দেশ
রসনার নাই শেষ;
একে দুয়ে হরদম
ফুল কড়ি করি পেশ।

বুলি কাকা বেশ ভালো
বড় উঁচু ভুঁড়ি তার;
নাক উঁচু রাশভারি
হরিরাম ডাক্তার।


মোল্লা কি হরিহর
ম্যালা আছে কান্ড;
কবিতায় অ রে চাচা
ভাঙ্গ কেনো ভান্ড?


"শ.ম. শহীদ"  


দেশ খাই-বেশ খাই
শুরু থেকে শেষ খাই
খেয়ে খেয়ে উচু করি
ভুঁড়িটা
বাড়ি খাই গাড়ি খাই
চান্স পেলে হাঁড়ি খাই
গুনে গুনে খাই গোটা
কুড়িটা।


"সঞ্জয় কর্মকার"


হুক্কাহুয়া ডাক সেধেছে
ভাবছে বনের রাজা;
আর কটা দিন সবুর কর
হবিই তিলের খাজা।


তপ্ত তেলে; গুড় আর তিলে
রাঁধবে তোকে কষে;
ঝলসে যাবে জিহ্বা তোর ঐ
হাসবে গরু মোষে।


দেশকে খেলে দেশের ছেলে
ভ্যাবলা কানাই নিতু,
কেউ রবেনা শোন রে কানা
তোর ভয়েতে ভীতু।


জ্বালবে আগুন কোণায় কোণায়  
বাহাত্তর এর ছাঁচ;
কী আর ক'ব! বাংলা এ ভূম
বিশ্ব জানে আঁচ।


তুই তো ভোদর জানবি কী আর
হুতুম পেঁচাই র'লি,
যাদের চুষে খাচ্ছ কানাই
তারাই দিবে বলি।