(কবিতাটির প্রথম পর্ব ও দ্বিতীয় পর্ব দিলাম ধারাবাহিকতা ধরে রাখবার জন্য। যারা পূর্বেই প্রথম পর্বটি পাঠ করেছেন তারা শুধুমাত্র তৃতীয় পর্বটি অবলোকন করতে পারেন বা পুরোটাই)


বাহুবলী
- সঞ্জয় কর্মকার, বৈদূর্য কবি


Sanjay Karmakar
  ·   ·


যুবক তোমারি বাহুবলী তেজ প্রতিবাদী হুঙ্কার
রুদ্র রূপেতে আজি নেমে এসো পথে-দিকে দিকে হাহাকার।
প্রবলে সবলে, আজি কাড়িতেছে জনে ভিটে মাটি আর যাহা
হিংস্র থাবাতে দংশনে তার, অসহায় ভূমে আহা!
চৌদিকে রণ অস্ত্রের রব বারুদের তলে প্রাণ
প্রহারে তাহারি লোলুপ করালে-রক্ত রুধির বান।
মেদিনীর শ্বাস রুদ্ধ আজিকে হাঁকিতেছে মা'য়, ভূমি
আয় রে প্রহরী; আয় বাছা আয়, আয় পথে আয় নামি।
ভ্রান্ত দিশাতে ধাবিত সে রথ রথীসবে নর নারী
পিষ্ট তাহারি চক্র শকটে শত মানবের আজাহারী।  
অনলে অনল ঢালিতে আজিকে নেমে এসো আজি পথে
প্রকটে সে রূপ পার হতে পথ; ততোধিক ক্রুরতাতে।


যুবক, তুমি কী আজিকে ভুলিয়াছো পথ; রণের ওই কথাকলি!!
ক্লীবতা কী আজি গ্রাসিয়াছে মন, পশ্চাতে বীরতা ফেলি?
বক্র কশেরু হীনবল হও পাংশু আজিকে লহু
কান্তি কী আজ হরিয়াছে শূর, বীরতার গাথা বহু। (ক্রমশঃ)


বাহুবলী দ্বিতীয় পর্ব


Sanjay Karmakar
  ·   ·
মনোরথে নাই বাঞ্ছা তোমারি আগুয়ান হতে মানা
রুধিত কী স্রোত নাব্যতা নাই জন্মে আগাছা পানা!!


যুবক তনুতে তোমারি সবলতা আর পেশী তার আস্ফালন
হৃদয়ে তোমারি প্রেম জ্যোতি তার, আজি করো প্রক্ষেপণ।  


অধরে তোমাতে বিশ্ব নিখিল হৃদয় বীণার তান
পঙ্কিল রাহে পথিকের দায়ে আজি করো প্রষ্ফুটন।
অসহায় গণে ক্ষুধা নিবারণে দেশ দশে আজি কাঁদে
রুধির বানেতে বহিতেছে নদ-ধর্ম ও জাতিবাদে।  


যুবক তুমি রহিবে কী মূক!!! আজিকে হৃদয় দ্বার
মূঢ়তা ফেলায়ে দৃঢ়তার সনে; সময় কী, হয় নাই ভাবিবার?? (ক্রমশঃ)

বাহুবলী তৃতীয় পর্ব


Sanjay Karmakar
  ·   ·
মলিন বদনে মাতা তারি ক্ষত, প্রদাহে ক্ষয়িত কায়া
লুণ্ঠিত মান আব্রু তাহারি জ্বলমান তারি হিয়া।


শুনিতে কী পাও রব সে তাহার, পুকারিছে আয় ছেলে
যুবক রহিবে কী আজ মগ্ন তিমিরে-তারে ফেলে অবহেলে!!


লহুতে লহুতে শক্তি তোমারি শিরায় শিরায় বল
ক্রোধে উগ্র বিপ্রতীপেতে, ছারখার করো ভূ-মন্ডল।
লক্ষ তারার ঝিকিমিকি রয় অগ্নি বলয়ে আঁখি
যুবক দীপ্তি কেন গো ম্রিয়মাণ আজ, নিদ্রিত মনোপাখি?


বলিদানে ধন জীবন তোমার মুষ্টিতে লও দ্বিধাহীন
কাপুরুষ নহে হে যুবক তুমি; শোধিতে মাতৃ ঋণ-


জগ জন হিতে বিপ্রতীপে, ক্ষুরধার করো অসি
দিবস যামিনী যাপিত করো হে, আজি রণেতেই অহর্নিশি। (ক্রমশঃ)