Sanjay Karmakar
  ·   ·


যুবক তোমারি বাহুবলী তেজ প্রতিবাদী হুঙ্কার
রুদ্র রূপেতে আজি নেমে এসো পথে-দিকে দিকে হাহাকার।
প্রবলে সবলে, আজি কাড়িতেছে জনে ভিটে মাটি আর যাহা
হিংস্র থাবাতে দংশনে তার, অসহায় ভূমে আহা!
চৌদিকে রণ অস্ত্রের রব বারুদের তলে প্রাণ
প্রহারে তাহারি লোলুপ করালে-রক্ত রুধির বান।
মেদিনীর শ্বাস রুদ্ধ আজিকে হাঁকিতেছে মা'য়, ভূমি
আয় রে প্রহরী; আয় বাছা আয়, আয় পথে আয় নামি।
ভ্রান্ত দিশাতে ধাবিত সে রথ রথীসবে নর নারী
পিষ্ট তাহারি চক্র শকটে শত মানবের আজাহারী।  
অনলে অনল ঢালিতে আজিকে নেমে এসো আজি পথে
প্রকটে সে রূপ পার হতে পথ; ততোধিক ক্রুরতাতে।


যুবক, তুমি কী আজিকে ভুলিয়াছো পথ; রণের ওই কথাকলি!!
ক্লীবতা কী আজি গ্রাসিয়াছে মন, পশ্চাতে বীরতা ফেলি?
বক্র কশেরু হীনবল হও পাংশু আজিকে লহু
কান্তি কী আজ হরিয়াছে শূর, বীরতার গাথা বহু। (ক্রমশঃ)