Sanjay Karmakar
badge icon
Founding Members
  · 2 mins  ·
"বাজান ভাজান"
.
তা বেশ ভায়! ভালোই কথা প্রভুর প্রতি ভক্তি
নরম নরম গাইতে সে গান ভজতে তার ঐ শক্তি।
তাই বলে কি গতর খাটা! গো বলয়ে প্রাণ
উঠতে খোটা বইতে খোটা হতাশ দেশের গান!
তাই কি শুধুই বেলনা চাকি ডান্ডা লাঠি ঝাড়ু
বাদ দেয় নি ছুঁড়তে রাগে বটি কি বা গাড়ু।
কতই বলি নামাবলী তুলতে রে ভায় গায়
গুরুদেবের ব্যাবসা পাতি করতে চলে আয়।
কে আর শোনে সুস্থ কলি খাস্তা প্রাণের ডাক
বাজান ভাজান জেমুন তেমুন পেয়াদার ঐ ঢাক।


"লম্ফ"
.
লম্ফ দিবেন বানর হনু যেমন তেমন বোল চালে
সপাট সিধা পৌছে যাবেন খপাত করে ওই কালে।
জেমুন খেলেন এই আসরে দাবার ঘুটি বোরের চাল
তেমুন মুগুর আস্ত খাসা দিবেন কষে সুরের তাল।
বিচার হলে নরক গমন কাঁদবেন না ভ্যা করে
ভানুর তেজে দাঁড়িয়ে যাবেন দিবেন তুড়ি দুই করে।
তালের প্যাচে জড়িয়ে যমে কাব্য দিবেন খাস্তা খাসা
তাই শুনে যম হবেই খুশি পৌছে যাবেন নিচের বাসা।
ভয় কি তা'লে থাকলে গলে ভৈরবের ঐ সুরের টান
পুট করে লাফ মারেন এখন যাক না চলে হটাত প্রাণ।


"ফাঁক"
.
ফাঁকেই জীবন কি আর কব! কেনেই ধরেন গান
বন্ধ হলেই সেই দরোজা যাবেই দাদা প্রাণ।
কাজের ফাঁকে কবির হাটে যজ্ঞ চলে হোম
চিঁচিং ফাঁকের গল্প গাথায় খাড়িয়ে যাবে লোম।
বেতন দাদা জেমুন তেমুন ফাঁক ফোঁকরেই ধন
হেইডা জুদি বন্ধ হলো! লাগবো ঘরত রণ।
ঘরের মাঝি বৌ ঝি জুদি ফাঁক টা না দেন তারে
চুপ করে টুপ হটাত মটাত খেলতে অভিসারে।
মটকে দিবেই ঘাড় টি দাদা নরক জেমুন ঘর
সিঁটকে গিয়ে ভিরমি খাবেন ঘামতে দর দর।
আইন ফাঁকা কানুন ফাঁকা, ফাঁকের আতুর ঘর
দিতেই দাদা হয় গো সে ফাঁক আপন কিবা পর।


"পদ্ম পুকুর"
.
প্রেমিক তো দা প্রেমের পুকুর ফেসবুকেতে যান
রাত ভরে মন চ্যাট চ্যাটানী ভিডিও কলেই জান।
জানু তার ওই জন্ঘা তলে মদিরা ঐ স্রোত
সেথায় ডুবে সোহাগ মাতেন জড়িয়ে ওতোপ্রোত।
আর কি কব কইতে শরম মরম মরে যায়
পদ্ম পুকুর গাইতে কলি ধৃষ্টতার ঐ বায়।