(এক সাহিত্য সম্মেলনে যোগ দিতে গতকাল রাতে ট্রেনে শান্তিনিকেতন এসেছি। আজ বিকাল চার টা থেকে রাত অবধি এখানকার টাউন হলে সে অনুষ্ঠান হবে। তাই কাল রাতে প্রকাশ দিতে পারি নাই। এক সাইবার কাফেতে বসে তা প্রকাশ দিলাম)


জাগলে সমাজ সাহস কার!
বাল্য বিহা রচে;
জগ জনতা পেঁদিয়ে ভাগায়
ফেলবে দারুন প্যাঁচে।


বাল্য জীবন উছল জীবন
স্বপ্ন দিয়ে গড়া;
উড়তে পাখি আকাশ নীলে
হৃদয় দিয়ে ধরা।


সেই আকাশে বাদল মেঘের
হলেই আনাগোনা;
হারিয়ে জলে স্বপ্ন সকল
বন্দি যে হয় সোনা।


কপাল পুড়ে ছাই হতে সে
সাত পাকেতে বেঁধে;
অনেক বিধি নিষেধ তল
নীরব সে যে কাঁদে।


তাই জাগতে হবেই সমাজ
পণ করো আজ ভাই;
সুস্থ মতি গড়বো সমাজ
রইবে সুখে রাঈ।