Sanjay Karmakar
Rising Star  · 1atSu2pt holnrsoslreSdse  · Shared with Members of বাংলা কবিতা - ভারত
"বাংলা আমার রক্ত নেশা"


বাংলা আমার রক্ত নেশা বাংলা আমার ভূমি
স্বদেশ আমার জন জননী পদ যে তাহার চুমি।
তাহার আকাশ তাহার বাতাস কান্তি তাহার মোহ
তাহার লাগি প্রাণ যে কাঁদে; তাহার লাগি
দ্রোহ।


চরণ কমল পূজ্য তাহার; তাহার লাগি প্রাণ
পূজন কূজন তাহার কোলেই, তাহার গাহি গান।
বঙ্গ আমার মাতৃ ভূমি বাংলা আমার ভাষ
তাহার লাগি প্রাণ সঁপিনু; তাহার রহি
দাস।


মা জননী বীর সেনানী শৌর্য তোমার নীড়
পণ করেছি জীবন কাহন, রইবো মোরা বীর।
তোমার দুখে পরাণ কাঁদে ধন্য তুমি মাতা
শস্য শ্যামল তোমার কায়ায়, আমার
জীবন গাথা।


তোমার লাগি জীবন মরণ ধরতে পারি বাজি
মানবো না কই রাজাকারের হুঙ্কারের ওই কাজি;
বিদেয় তাদের করবো মাতা শক্ত যে মোর পণ
বাংলাদেশের কোণায় কোণায়, গাইছে
জনগণ।