বাংলায়
কি না হয়!
লাউ কি বা
কুমড়া।
গাছে গাছে
ফলে ফুলে
মৌমাছি
ভোমরা।


কচু বাঁটা
শিল পাটা,
রাগি কিবা
গোমড়া;
সবেতেই লেজ
রয়;
জেনে রাখো
তোমরা।


কুমোড়ের তুকতাক
কামারের হাতুরি;
বর্ষায়
জল কাঁদা
ডাল ভাতে
খিঁচুরি।


মোটা সরু
ধাড়ি গরু
কি বা বলো
হ্যাংলা;
রাত হলে
চালা ঘরে
দারু চলে
বাংলা।


বেগুনের
ভাজা পোড়া
কোয়াসের
ঘন্ট,
মা বলে
কেজি দুই
যা তো কিনে
আনতো।


পান্তা; বাসি ভাত
সাথে কাঁচা
লঙ্কা,
পেট পুড়ে
খাই মোরা
নাই প্রাণে
শঙ্কা।