Sanjay Karmakar


  · tJuhSplsoonsmt ortenSodwSnh  ·
দেশাত্মবোধক প্রকাশ, "বারতা"


তাহাদের দান পাহাড় প্রমান
            দিব্য সে হৃদ তায়
প্রণতি তাদের ই জানাতে আজিকে
          পরিশোধে ঋণ দায়।


কায় ক্লেশে মায় ন্যুব্জ আছিলো
            তাহাদের পদতলে
গর্জে উঠিলো বঙ্গ সে বীর
          মুজিব তাহার কোলে।


একে একে প্রাণ ভূম সে লুটিলো
             ধন্য ন'মাস রণে
কাঁদে নাই মা ভগনী সে কাল
           অলক অমোঘ পণে।


বাতায়নে তায় শুভ্র সুনীল
          আলোকিত ছিল দোর
লক্ষ নিযুত প্রাণ সে লুটিলো
           আনিতে ঊষার ভোর।


লাল ও সবুজে রচিত এ দেশ
              বারতা ভাষার তরে
আজি উড্ডীন বাংলা সে ভাষ
               বাংলার প্রতি ঘরে।


পণ সে রাখিনু স্বদেশীর ভাই
              পঞ্চাশের ওই ডাক
বাংলা ও বাঙাল বিশ্ব সমুখে;
                শ্রেষ্ঠ; তকমা
                     .......পাক।