মেঘ আর বজ্রপাতে -খুশির ঝিলিক মনটি মাতে-
              স্নিক্ত হৃদয় বর্ষাগানে-
             মেঘধারাতে উঠল প্রাণে-
                প্রেমধারা সঞ্চার।


হারিয়ে গিয়ে সেই গগনে-রঙ্গিন ময়ূর পেখম মেলে,
              বর্ষা আমার প্রেমের ভূবন-
          আনল জ্যোয়ার- প্রেমের সে গান,
                    মাতল হৃদয়-
                     বন্দনাতে।


সুনন্দিতা-বর্ষা এল- এবার খোল -মুক্ত মনের দ্বার,
                বৃস্টিগানে সৃস্টিপ্রানে-
                    প্রেম ধারা-
                      সঞ্চার।


  হৃদরধারার প্রবল বানে-হারিয়ে গিয়ে সেই ভূবনে-
    সৃস্টিসুখের উল্লাসেতে-সুধারসের সেই ধারাতে-
              বইব প্রেমের দিব্যলোকে-
                        হৃদয়-
                      মদীরায়।


         সুনন্দিতা-শুনতে কি পাও-হৃদয়কথা
                বর্ষাগানে বইছে হেথা-
             হৃদয়প্রবন প্রেমের সে গান-
                      কুঁহূ কুঁহূ –
             সেই ধরা তান-হৃদসাগরের
                      কিনারায়।


সুনন্দিতা-বর্ষা এল- এবার খোল-মুক্ত মনের দ্বার,
                 বৃস্টিগানে সৃস্টিপ্রানে-
                      প্রেম ধারা-
                        সঞ্চার।