Sanjay Karmakar
badge icon
Founding Members
  · JutSptscofansoti gnmoreoitwd  ·
যুগল রম্য রচনা, "ব্যথা"


"শ ম শহীদ"


তর্কবাগিস হটাৎ করেই
গলায় দিয়ে শান-
ফরকে ওঠে-"
কর লি কেনো ভূতের অপমান!"
মামদো ভূতের নয়টা ছেলে
রাত নিশীথে একলা পেলে-
কেটেও এখন নিতে পারে
আমার দুটি কান!
ভাবিস নে এই ভূতের গপ্পো
এক্কেবারেই ফান!


যেমুন ধরিস জ্বীন রয়েছে
ইসলামে তার চিন্ রয়েছে
সৃষ্টি কূলে সেরার মাঝে
আরেকটা ইনসান!
ভূতের কথা বললে কেন
পিছনে দিস টান?


মানতে হবে ভূতও আছে
এই আমাদের ধারেকাছে
মিথ্যে করে শোনায় না রে
লোকে ভূতের গান!
মামদো, কেলো, মুন্ডুকাটা
সব ঈশ্বরের দান।।


"সঞ্জয় কর্মকার"


রম্য শিশুতোষ কবিতা,"ব্যথা"
.
দন্তে তিনি বসান যে হুল চিঁমটা দিয়ে গ'লে
দন্ত বিশাল কয় যে তারে; হতচ্ছাড়া ছেলে।
ইঙ্গ দ্যাশে বেবাক হেসে অং দিয়ে বং সারে
আর কালিতে ছিটায় শরাব রাত্রি বেলা করে।
মনের কালি প্রাণের কালি আদায় কলায় মিশে
জানোই সবে মনটা তাহার কালোয় মিশমিশে।
গুপ্তি হানায় সবায় জানায় সে সব বেবাক কথা
লাথ খেয়ে নেয় দু দশ ডজন লাগেই না তার ব্যথা।


(এটা একটা কাল্পনিক চরিত্র। ইঙ্গ দেশে কারুর স্বভাবের সাথে মিলে গেলে লেখকের কোনও দায়বদ্ধতা নাই)