কবিতার আসরের নিয়মাবলীর খ এর ২ নং ধারাতে লেখা রয়েছে যে কবিতা ছাড়া অন্য যে কোনও ধরণের লেখা প্রকাশ করা হলে তা ব্যান করা হবে।


দীর্ঘদিন ধরে লক্ষ্য করে আসছি যে কবিতার আসরে নেহাত গদ্য প্রতিবেদন, ছোট গল্প , সরাসরি গদ্য লেখা, টেলিফোনিক কথোপকথন, নিছক সাধারণ আলাপ কথোপকথন ইত্যাদি ইত্যাদি যথেচ্চভাবে প্রকাশিত হয় আর সেগুলি বহাল তবিয়তে থেকে যায়।


সে যাই হোক, যেহেতু কবিতার আসরের নিয়মাবলীর খ এর ২ নং ধারাতে লেখা রয়েছে কবিতা ছাড়া অন্য কোনও লেখা প্রকাশ করা যাবে না তাহলে আশা করবো কবিতা আসর কর্তৃপক্ষ কোন লেখাকে কবিতার মান্যতা দিবেন আর কি ধরণের লেখাগুলিকে কবিতার মান্যতা দিবেন না তার একটা স্পষ্ট রূপরেখা নিশ্চয়ই রয়েছে।


রিভিউয়ার, মোডারেটার ও কবিসকলের আসরের নিবন্ধিত কবিতার সে মান্যতার রূপরেখা অবশ্যই জানা দরকার।


কবিতার আসরের নিয়মাবলীতে অনেক ঘাটাঘাটি করেও আসর কতৃক কবিতার বেঁধে দেওয়া মান্যতার রূপরেখা কখনো পাই নাই।


তাই কবিতার আসরের কর্তৃপক্ষের কাছে আমার বিশেষ অনুরোধ কি ধরণের লেখা সকল কে কবিতা বলে আসর মান্যতা দিবে না তা অবিলম্বে আসরে বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হোক। এমন করা হলে কবিসকল যারপরনাই উপকৃত হতে পারবে এবং সেরকম লেখা প্রকাশ দেওয়া থেকে বিরত থাকতে পারবে।