Sanjay Karmakar


  · tJSpotdnsuolnrrhset dnruowl  ·
যুগল রম্য রচনা,"বেচারা"
"শ ম শহীদ"


এই ফাগুণে
দিন বদলের খেলায়-
কেমন তুমি বদলে গেছো তুমি।
সবই তো ঠিক
শুধু আমার বেলায়-
তুমি ঝড়ো মৌসুমি!


চেনা মানুষ-
ক্যামনে অচিন হয়?
কোনক্রমে পারিনা তা বুঝতে
এ কি তোমার-
কেবল- অভিনয়?
কোথায় যাবো এই সমাধান খুঁজতে?


নাকি তুমি-
আমার সাথে শুধু
লুকোচুরি খেলতে ভালোবাসো?
আমি যখন-
দেখি মরুর ধু ধু,
তুমি কেনো খিল-খিলিয়ে হাসো?


"সঞ্জয় কর্মকার"


বেচারা! বেল খুঁজতে বেলতলাতে
              পড়সে মাথায় বেল
হাপুস নয়ন কাঁদসে দেখো
            ভাঙসে বোধহয় দিল।


এই খোকা ভাই আর কেঁদো না
               হট্টগোলের মেলা
আবার জুদি কাঁদলে তুমি
              জবর দিব ঠেলা।


মেলার থিকা বউ এনে দি
             আমার সাথে এসো
মাটির সে বউ ভরবে হৃদয়
          এবার তো ভাই
                    ......হাসো।