Sanjay Karmakar


  · JutfsSpt onndosoacruewshemdo  ·
বিরহের লেখা, "বেদনার গান"


মিলনে আছিলো প্রেমের পরশ প্রাণের কথাকলি
ফুটিলো সে ফুল কাননে মধুরে প্রসব বেদনা তুলি।  
কান্না জড়ানো আঙনে সে ফুল ফুটিলো মাতৃক্রোড়ে
বন্ধনে হৃদ অঞ্চল মা'র গরবে উঠিলো ভরে।  
গরবিনী মা'য় আদরো সোহাগে চুমিলো সে তন কায়
ভুলিয়া বেদনা প্রসবো সে দান হৃদয়ে বাঁধিলো তায়।  
ধীরে ধীরে বাল কিশোর সে দল তরুণে সঁপিলো প্রাণ  
সহসা সে দল দলি সে বাগিচা প্রেমের গাহিলো গান।  
গগনো বিদারী হাহাকারে মা'য়, সে দল চুমিতে চায়  
বধ্য সে ভূম বধিলো সে মা'য়; সন্তানেতে হায়!
আজিকে কলিতে কালিমা রচিতে অপত্যর ওই দান
দিকে দিকে বয় হাহাকারে প্রাণ ধরা বেদনার গান।