সুখ দুঃখ সমান সমান হাসতে আমি পারি
প্রাণ খুলে তাই হাস্যরসে; তুফান হাসির
গড়ি।
গড় গড়িয়ে হাসতে থাকি সুখের দোলনায়
অনেক হাসি দুঃখ যখন, আমার পিছেই
ধায়।
শঠ শঠতায় আমায় ঠকায় যখন হাঁদাই হই
তাও কাঁদিনে হাসতে থাকি; হাসির তুফান
বই।
প্রিয় জনের বিয়োগ কালে সবাই যখন কাঁদে
হাসির তুফান ছুটিয়ে ঘোড়া; পরি নে সে
ফাঁদে।
অনেক হেসে ক্লান্ত আমি তবুও হেসেই যাই
হাসছি আমি হাসছি দেখো; রসিক কানাই
ভাই।
হটাৎ তুফান উঠলো বুকে সর্বহারার দুখে
কেমন যেনো পাল্টে গেলাম;
হাসিই যে নেই
মুখে।


জীবনমুখী প্রকাশ, "হিসেব"


সব হিসেবের নিকেশ হয় বেলা শেষে
মলিন দেহ শ্মশান পানে তুচ্ছ
পরিহাসে।