Sanjay Karmakar
JgultuSsodSnefhpe osn2n3soo at r7m:04smma AledmM  ·
"বেসুরো"


বিয়েবাড়ি হইচই খুশির পাহাড় ঢল
একটি ছেলে দেখতে পেলাম বাহির গগন তল।
রুগ্ন দেহ ছিন্ন বসন মলিন মুখে বসে
ভুক্তাবশেষ খাচ্ছে সুখে ডাস্টবিনের পাশে।
করুণ হলো সানাই ধ্বনি মন্দ হলো মন
ভাবছি বসে কিসের নেশায় চলছে এসব রণ।
মন মানেনি দু-গ্রাস নিতে মাংস পোলাউ কষা
দাওয়ায় বসে মন যে আমার ভিড়ের মাঝে একা।
আমার পাতে বোঝাই খাবার বিবশ বাহির পায়
মন্দ বসন সেই ছেলেটির পানেই ত্বরায় ধায়।
তৃপ্ত মনে দুহাত আমার তার হাতে গো দিতে
স্বর্গ এলো হৃদয় দুয়ার হালকা হলাম তাতে।
হে ভগবান এমন কেনই গড়লে তুমি ধরা
দুঃখ যেথায় পথের ধূলায় এমন সুখোহরা।