Sanjay Karmakar


  · toitmSgYestertpiday osuinsaant ooores5e:e0m5dm PMof  ·
"মা"


মা সত্য সত্য যেমন পূব গগনের আলো
রবির সে কর দীপ্ত সুধায় সরায় যতেক কালো।
কালের কোলে মা জননী অমর সে জন রয়
গর্ভে তার ওই পান্না হীরে সঞ্চারিত হয়।
তাহার সে ঋণ শোধন কভু হয় কি বলো শেষ!
মা জননী পট সে ভূমি শুভ্র ধবল বেশ।
সেই সেদিনের ছোট্ট খোকা আজকে হলেম ধেড়ে
সব ভুলেছি আদর স্নেহ বাল্য গেলাম ভুলে।
ভুলের দেশে সফর মোদের ধনের পিছে ছোটা
মা তো আজ ও মা ওই সে রয় বন্য হলেও খোকা।