Sanjay Karmakar


  · c2u32 p9hfo8r1ri9le0sd  ·


একুশ তুমি সব হারানোর রুক্ষ মরুভূমি
একুশ তুমি যাচ্ছেতাই বলবো নাকো আমি।
একুশ তুমি প্রমাণ দিলে নয়কো মানুষ প্রভু
একুশ তুমি শিক্ষা দিলে, হয়নি যে জ্ঞান কভু।
একুশ তুমি তমার কালি কলঙ্কের ওই দাগ
একুশ তুমি তাও জেনে নাও করবো নাকো রাগ।
একুশ তুমি তোমার রাজে মানুষ নামের পশু
একুশ তুমি একই সুতোয় বাঁধলে রাজা, আর সে পথের শিশু।
একুশ তুমি তোমায় জানাই সম্ভ্রম আর মান
একুশ তুমি শিখিয়ে গেলে মানুষের ওই দাম।
একুশ তুমি রক্ত দিয়ে লিখলে তোমার নাম
একুশ তুমি শিক্ষা দিলে গরিব ধনী, সবাই সমান।


আমার করা অনুবাদ যেটি ব্রিটিশ ফোরামেও প্রকাশিত : -
Home » Poems » Sanjay Karmakar » Goodbye twenty first
Sanjay  Karmakar Avatar
Sanjay Karmakar | + Follow Poet | Send Soup Mail
Prose Poetry | + Fav Poem | Make a Comment | Email Poem | Print Poem | Report | Create an image from this poem.
Goodbye twenty first


Twenty-first, you are the rough desert of losing everything
Twenty-first, even then I will not tell you bad for your editing.
Twenty-first, you gave the proof that human is not God
Twenty-first, you taught the knowledge that we never got.
Twenty-first, you are the stigma, you are stained in black
Twenty-first, you may not imagine still I will remain slack.
Twenty-first, in your reign in name of human the animal those are
Twenty-first, you tied in same thread the king with the child of the footpath.
Twenty-first, I like to valued you and give you honor
Twenty-first, you teach them the value of human, in your hour.
Twenty-first, you have written your name along with blood
Twenty-first, you  teach the lesson, the rich and the poor all are equal
though they are sad.