আজকে দিনে জীবন করুণ জরার করাল গ্রাসে
কেউ তো আর দেয় না কদর-করালতার
বাসে।
স্বজন যারা হৃদয় দূরে আসলে কাছে ভাই
মুখের কথায় জগৎ মারে-দেয় যে
করুণাই।
অপত্যর ওই স্নেহের পরশ-দূর সে বলয় লয়
দূর ঠেলিতে সাধের সে ঘর-বৃদ্ধাশ্রমের
ভয়।
সেই যে মানিক সোনা আমার-বুকের মাঝে ধরি
স্বপ্ন সাধের দেখতে হৃদয়-মান্য সে প্রাণ
গড়ি।
স্খলনেতেই বইছে তারা-সাধের সে ধন নাই
তরজা তাজা দুখের বানে-ব্যথাই শুধু
পাই।
আজ দিনেতে বৃদ্ধাবাসে-আপন কেহ নাই
আপণ আপণ খেলছে সবাই-বিদায় এবার
চাই।