Sanjay Karmakar
Founding Member · 11 hrs · Members of বাংলা কবিতা - ভারত
"বিদ্রোহ"


কান্তার মরু পথে তিনি আজ নাই সাথে; বিদ্রোহ
দিকে দিকে ধাবিত সে; হিংসা ও দ্বেষ দ্রোহ।
উত্তাল জলোরাশি বান ডাকে প্রাণ যায়
ছায়া নাই তপোনীড় দিকে দিকে
অন্যায়।
.
দুস্তর পারাবারে ভ্রষ্ট সে দিশা পানে
লুটমার জাতি দ্বেষে বিদ্বেষ বিষ গানে।
ধরণীর ধারা বহে কপোলেতে নির্ঝরে
হাহাকার ধ্বনি রবে প্রান্তরে
প্রান্তরে।
.
বহ্নির ঘেরাটোপে কাঁদে মাতা জায়া রবে
নীরবেতে কাঁদে তনু শালীনতা পরাভবে।
রণো সাধ সাধিতেছে বিষ ঘাত অণু জীবে
শঙ্কায় প্রাণ যায় ঢঙ্কারে
গান্ডিবে।
.
বিদ্রোহে বিদ্রোহে ভাবি প্রাণ ঢেলে দেই
বিদ্রোহী নজরুল এসো আজি
আমাতেই।