Sanjay Karmakar
Rising Star · 2 hrs · Members of বাংলা কবিতা - ভারত
"বিহা"
.
বোঝা বুঝি অত কেন! কেন ওরে কমলি
কেন বাপু হাঁফাহাফি কেন তবু দমলি!
হাত সাফা করে ভাল তার পর মুখে তোলা
নাহ-লেতে মুখে ছোটে করোনার
কাটা গোলা।
.
রাহু কেতু গিলে খায় জ্যোৎস্নার মিঠে আলো
ঘেটে ঘ করে পাচু, খ্যালে বেশ জমকালো।
ট্যা দিয়ে ট্যাহা হয় ধ দিয়ে ধান
ক দিয়ে কবি সবে লিখে
দিন মান।
.
রাত কালো কেনে হয় জেনে গেছে পটলা
রাধা আর মিরা বাঈ কানু করে ঘোটলা।
ঘর দোর চকচকে ফিনাইলে ধুতে হয়,
আর জেনো ইউরিনে ইউরিয়া
মূতে হয়।
.
কেন বোঝা-বুঝি অত; কথা কও বউ টিয়া
মেয়ে ভালো রং আলো আজি তারে
করি বিহা।