বিজয় মানে প্রতিশ্রুতি, ভায়ের মায়ের দেশ
বিজয় মানে আকাশ তারায়; স্নিগ্ধতার ওই
বেশ।


ঝর্না ধারায় লক্ষ শহীদ কুরবানীতে ধরা
বিজয় মানে সোহাগ উজার ভগনী মায়ের
গড়া।


সেই গড়েতে গড়তে স্নেহ, মমতার ঐ ছায়
বিজয় মানে মুক্ত সে বায়; গগন পানে
ধায়।


বিজয় মানে শেখ মুজিবের দীপ্ত ধরা সুর
রুদ্র বীণার উগ্র তানে; শত্রু করেই
দূর।


দূর গাঁয়েতে বাজলো মাদল দুখু মিঁয়ার গান
বিজয় মানে স্বদেশ আপন; মিষ্টি সুরের
তান।