Active
Sanjay Karmakar
  · 1et3 mSponsmohhrfhrledsg  ·
"বিজয় কদম চুমতে বাহার"
(লেখাটি প্রিয় কবি ড. শাহানারা মশিউর এর প্রতি উৎসর্গীকৃত। এ কবিতায় এটাই ব্যক্ত করা হয়েছে যে এই বিভীষিকা্ময় কাঙাল মানবতা হীন পৃথিবীতে এমনও গরিব লোক আছে যারা ইমানদার, দয়া দাক্ষিণ্য ভিক্ষা তারা চায় না, শ্রম দ্বারা নির্বাহ করতে চায় তাদের জীবন আর মহান খোদা বা ভগবানের দয়ায় তারা অবশ্যই জীবন যুদ্ধে জয়ী হয় একদিন)


শুদ্ধ যেথায় আচার বিহার দীপ্ত যেথায় পণ
ইচ্ছে যেথায় পান্না হীরে কঠিন যেথায় রণ............
বিজয় কদম চুমতে বাহার সেই তো জিতে রণে
অমোঘ তথায় বিধান তাহার বিধির ধরা দানে।


বিশ্ব গড়া বিষের নাদে আসয় সহায় নাই
বিভেদতার বিষাক্ততায় ভ্রমের ধরা চাঁই।
বিবেক কাঁদে মরমরিয়ে দুঃখ যেথায় বাস
করুণ বেহাল হীন সে জনায় সমাজ বোধে দাস।
জীর্ণ কুটির শীর্ণ কায়া জঠর যেথায় কাঁদে
বিবেক বীণে ঝঙ্কারেতে বোধ কি অপবাদে?


হার না মানা; হার সে জনায়, মানিক তাহার ধন
হাজার দুখের মাঝেও বোধে; বিবেক ধনবান।
নয় কো সে দীন; ধর্ম যাহার কর্ম যাহার পণ
দয়া নহে দান, মাগিবারে তায়; শুচি আচরণ।
  
শুদ্ধ যেথায় আচার বিহার দীপ্ত যেথায় পণ
ইচ্ছে যেথায় পান্না হীরে কঠিন যেথায় রণ............
বিজয় কদম চুমতে বাহার সেই তো জিতে রণে
অমোঘ তথায় বিধান তাহার বিধির ধরা দানে।