বিজয় মানে মা বোনের ঐ মহান কতকথা
বিজয় মানে সম্ভ্রম আর লাজের বিপন্নতা।
বিজয় মানে চাঁদের আলয় ধন্য মায়ের দেশ
বিজয় মানে সোনায় সোহাগ মোহন তার ঐ বেশ।
বিজয় মানে লক্ষ প্রাণের আহুতির ঐ দান
বিজয় মানে মুজিব ও তার দীপ্তি প্রভা সান।
বিজয় মানে শৌর্য তার ওই প্রকাশ গগন তল
বিজয় মানে বীর বাঙালি আর ওই মুক্তিদল।
বিজয় মানে স্বাধীনতার সূর্য গগন পূবে
বিজয় মানে বাংলা সে ভাষ ভাষার দিবস ভবে।
বিজয় মানে দামাল সে প্রাণ বাংলা বীরের জাতি
বিজয় মানে লাল সবুজের ধ্বজা তার ঐ প্রীতি।


কারেন্ট কারেন্ট লিখলাম এক্ষুনি, দিয়ে দিলাম তাই;-"পান্তা ফকির"


আমিও তো দা পান্তা ফকির পাই না ইলিশ পাতে
সূর্যি মামা উদয় কভূ হয় না যে মোর ঘাটে।
সুখের পিছন ছুটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ি
ছ্যালছ্যালানি কাটার ঘা'য়ে দেই যে গড়াগড়ি।
উপুত কভূ লম্বা সিধা যেমন ভাবেই রই
দুখের সাগর বাঁধ ভেঙে যায় দিব্যি আমি কই।
হাটের পথে নৌকা ঘাটে যেথায় খুজি তারে
লাথ মেরে যায় ব্যথায় মরি এমন মণিহারে।
প্রেমের ডাঙায় নোঙর ফেলে ধরতে তারে গেলে
জিন্দা লাশ ওই বানায় মোরে মচকে দু'কান মলে।
ব্যবসা আমার আতিপাতি কলম চালাই কলে
তাই বুঝি নাই সুখের বালাই চলকে গেছে চলে।