(কিছু লিখবার তাগিদে জোর করে লেখা। শরীরের অবস্থা তথৈবচ)


ঘন ছায়ে বনবীথি কাঁদিছে আকুল
কাশ বনে নাই দোল শরৎ হিল্লোল
আপন বিয়োগে প্রাণ আজিকে ব্যাকুল
দশভুজা আগমনী দেয় নাকো দোল।


অরাজক প্রতিকূল বায়ু বহে আজ
অহি আর নকুলেতে সমরে সাধন
প্রকৃতি সেজেছে আজ অহিতের সাজ
তারি মাঝে আজি দিন অকাল বোধন।


দীন হীনে শোক তাপে বারি অবিরত
নাহি কেহ চারিধারে অরন্য রোদন
নিজ নিজ বলয়েতে সাধিবারে ব্রত
নিবারিতে ভীমকায়-তন মন প্রাণ।


রণ সাজে ধরা আজি অগণিত ক্ষতো
প্রেম নহে রোগ ভোগ-বৈকল্য সাধন।