Sanjay Karmakar
Founding Members · httSSporAuSgusfansroot r12dac aeut 10al:hcd16e ASMmug ·
"বীর সেনানী"


রিক্ত যখন ভারত মাতা সিক্ত যখন আঁখি
শৃঙ্খলের ঐ করাল কপট; ছোবল দিবারাতি;
অগ্নি বুকে জাগলো সে দেশ দামাল তাহার প্রাণ
ব্যাপ্ত শিখা স্ফুলিঙ্গের ওই শহীদ
ক্ষুদিরাম।


কিশোর ক্ষুদি স্বদেশ প্রেমে হৃদয় কোমল তাজ
বোমায় তাহার শঙ্কা জাগে ব্রিটিশ অধিরাজ।
বীর সে সেনা অগ্রগামীর রথ সে সোপান তলে
ঝঞ্ঝা প্রলয় তুফান আঁধি সাধলো
তাহার গলে।


চায় যে ভানু কর সে সেবক মুক্তি তাহার মাতে
দিবস রাতি কুণ্ঠা বিহীন স্বদেশীর ওই খাতে।
লক্ষ্য ছিল কংস যেমন কিংসর্ফোডের প্রাণ
যেমন তাহার কর্ম বিধান স্বদেশীর
ওই যম।


পথ পাশেতে লুকিয়ে ক্ষুদি ফিটন গাড়ির টানে
শুভ্র ধবল আসলে পথে আনলো আঘাত বাণে।
জাগলো যে দেশ নাদ সে অতি ক্ষুদির প্রত্যাঘাত
বইলো শিরায় শিরায় দেশের অধীনতার
ক্ষত।


দীপ্ত শিখায় প্রজ্জ্বলিত বীর সে জাতি জাগে
নব্য ধারায় বইলো সে নদ ক্রোধ ও অনুরাগে।
সেলাম তোমায় বীর সেনানী দু হাত করি জোড়
তোমার প্রেমের গুণ সে গাহি; আজ এই
ঊষার ভোর।