Sanjay Karmakar
  · Jgnhdust tSpohnloudnsworedad  ·
জীবনমুখী প্রকাশ,'বীর', তৃতীয় খন্ড
- সঞ্জয় কর্মকার
(তৃতীয় খন্ডটি পাঠ করবার অনুরোধ রইলো, প্রথম দুটি খন্ড আমার প্রকাশনার সুবিধায় প্রকাশ দিলাম)
"বীর-প্রথম খন্ড"


কত শত স্মৃতি ধরা জেগে ওঠে মনে
বেদনার বালু চরে ব্যথা তারি সনে।
আনমনে গেয়ে চলি বেদনার-ই কলি
আহত সে কোকোনদে আধো আধো বুলি।


প্রেম তারি মোহনাতে ভেবে চলি বেলা
কুসুমো কাননে তার; আলোকের খেলা।
নীড়ে তারি নমনেতে দুখে বহে কাল
হারিয়ে সে ধন তারে ভগ্ন সে ভাল।


চাওয়া আর পাওয়া তার হিসেবেতে মাতি
বিষাদে বিরহ গানে কাটে দিবা রাতি;
দিন তায় ঢলে নীড় গগনেতে তারি
বিজিত সে দুখ সনে খেলাগড় গড়ি।


গড়নে সে গিরি সম উঁচু তারি চূড়া
স্বপ্ন ও আশা তারি চারিধারে ঘেরা।
কূহকের মায়াজালে বাঁধা স্নেহ নীড়
বাহিত সে নদ তাহে বহিতেছি বীর।


"বীর দ্বিতীয় খন্ড"


দিন যায় মন ধায় সুখ তারি পানে
বিষাদের ছায়া ঘেরে ব্যথা জাগে প্রাণে।
প্রশমণে নাই হৃদ শত কত চাওয়া
চাতকের আঁখি ধরা খরো তারি হাওয়া।


ধন তারি মোহে দিন বাসন্তী কাঁদে
চরা জেগে ওঠে নদ শত অবসাদে।
অপত্য সেবা তারি, দিন যায় ক্ষণ
তাপিত সে ধরা তাহে খল আলাপন।


লালিত্যে ঘনঘোর ললনা সে পটে
মহীয়ান উষসী সে স্বরূপেতে মাতে
অটবি সে ঘন ঘোর নাহি তল তায়
ধারা তারি বরিষণে সজলো সে বায়।


ক্ষনপ্রভা বিজুলি; সুখ তারি নীড় ছায়
দুখ শত ঘায়ে রবে; ঘন ঘন চমকায়।
তরঙ্গ উতরোল আলোড়ন তাহে নীড়
বসুধায় নিবারিতে রণ তাপে সদা বীর।


"বীর তৃতীয় খন্ড"


ধূ ধূ মরু বালুকার তুফানেতে মন উড়ে
ছায়া নীপ নাই তরু বিজনো সে প্রান্তরে।
মরীচিকা গ্রাসে মন উষ্ণ সে বালুকায়
শশীপ্রভা নাই তাহে রুক্ষ সে বায়ু হায়।


করালো সে শিখা তাহে জতু তারি সিঞ্চন
আশে তারি ধন মোহে অনলেতে গ্রাসে মন।
মোহ আর রতি কামে সম্ভোগে কিনারেতে
কুহেলীর পিছে ছুটে হতাশাতে মন মাতে।


প্রপঞ্চ প্রণিধানে দ্বিপদেতে পশুবৎ
লুক্কায়িত ছলনাতে হৃদয়েতে করে ক্ষত।
মহামতি মূঢ়তায় বিগ্রহে নিধনেতে
সদা মন ধ্যান তারি ক্ষতি তারি সাধনেতে।


অনলেতে ঘেরা তাহে ধন মন তন কায়
জলধিত গগনেতে বিজুলি সে চমকায়।
থরো থরো কাঁপে হরি হেরি তরি দুই তীর
রণ ব্রতে মেতে হত নিত্য সে হয় বীর।