Sanjay Karmakar
  · SJtuSmpfadocondshsort endow  ·
জীবনমুখী যুগল প্রকাশ,"বীর"
"শ.ম. শহীদ"


জানা আছে নানা শখ মনে বাসা বাঁধে
জানালার ফাঁক গলে- হাত রাখি চাঁদে
শখ হলে- মনে মনে ডানা মেলে উড়ি
লাল গ্রহে, নীল গ্রহে- করি ঘোরাঘুরি।


বাস্তবে বাঁধা থাকে- স্বপনে তো নাই
চোখ দুটি মুদলেই- কতো কিছু পাই!
সাত সিন্ধু, তেরো নদী পলকেই পার
যখন যা সাধ হয়, ধারি কারো ধার?


নানা পদে’ খানা খাই টক-মিঠে-ঝাল
টপাটপ ফল গিলি- হোক সে মাকাল!
বিসকুট, রিচ ফুড, কোড়মা ও কারি
নিরালায় শুয়ে-বসে খাই হাঁড়ি হাঁড়ি!


মনে মনে রাজা হই, প্রজা বাকি সব
হুকুমে চালাই দেশ- মজার অনুভব!
আরো কতো মজা লই নির্জনে একা
কাগজ-কলমে অতো যায়না যে লেখা।


"সঞ্জয় কর্মকার"


কত শত স্মৃতি ধরা জেগে ওঠে মনে
বেদনার বালু চরে ব্যথা তারি সনে।
আনমনে গেয়ে চলি বেদনার-ই কলি
আহত সে কোকোনদে আধো আধো বুলি।


প্রেম তারি মোহনাতে ভেবে চলি বেলা
কুসুমো কাননে তার; আলোকের খেলা।
নীড়ে তারি নমনেতে দুখে বহে কাল
হারিয়ে সে ধন তারে ভগ্ন সে ভাল।


চাওয়া আর পাওয়া তার হিসেবেতে মাতি
বিষাদে বিরহ গানে কাটে দিবা রাতি;
দিন তায় ঢলে নীড় গগনেতে তারি
বিজিত সে দুখ সনে খেলাগড় গড়ি।


গড়নে সে গিরি সম উঁচু তারি চূড়া
স্বপ্ন ও আশা তারি চারিধারে ঘেরা।
কূহকের মায়াজালে বাঁধা স্নেহ নীড়
বাহিত সে নদ তাহে বহিতেছি বীর।