Sanjay Karmakar
  · 8 tueSpondssormhgreasd  ·
"বীরবাহু কোকোনদ"


জীবনেতে ওত পেতে ভ্রমি সদা কাল
বিষয়ের পিছে ছুটি সকাল বিকাল
ধন তারে প্রাণ ভেবে দিন গেল বেলা
কত শত আঁধারের করিলাম খেলা।
দিন যবে ঢলে পরে জরা আসে নেমে
প্রভু তারে কাছে চাই রব যায় থেমে।
বিষাদের ধ্বনি বাজে সুখ ভাঙে নীড়
বুঝিলাম আজি মন কত ছিনু বীর!


বীরবাহু কোকোনদে দুখ বহে কাল
নাহি কেহ আগে পিছে এমতি কপাল।
কপোলেতে ধারা বহে তারি স্মরণেতে
বুঝিলাম কিছু নাই সার জীবনেতে।


ক্ষণ কাল ধরণীর প্রেম ভালোবাসা
দিতে পারে অবারিত স্বর্গ সে খাসা।