মোঃ মিজানুর রহমান (সোহাগ)


চোখমেলে যেদিকে তাকাই সেদিকেই দেখি তোমারই মুখচ্ছবি
নিশির নিস্তব্ধতায় আলো আঁধারের সাথে লুকোচুরি,
অমানিশায় হাতরায় আমার নু'নয়ন
কোনো এক নতুন নয়নের খুঁজে।


প্রিয়তমা, তোমার ভালোবাসার নীল আকাশের নীলিমায়
আমার স্বপ্নগুলো যখনই উড়াতে চেয়েছি ঘুড়ির মত করে,
ঠিক তখনই তুমি অভিমান করে ফিরিয়ে দিয়েছ নোনা জলে
বিপন্ন এই মন আজ হয়েছে চঞ্চল পুড়ে পুড়ে কষ্টের অনলে।


পূর্ণীমার চাঁদের আলোর মত ঝলমলে তোমার দু'নয়ন
বনলতা সেনের মত একজোড়া কালো চোখ সারাক্ষণ,
যাকে খুঁজে বেড়ায় অপেক্ষার প্রহর গুনে গুনে
পালানোর সাধ্য কি আছে আমার তার কাছে থেকে....?


Sanjay Karmakar
at8h0p1t5 8h0om058grr8le4s  ·


বিরহের গীত গাহিত ভুবন বিয়োজনে প্রিয় জন
বিরহী লগনে আপনার সনে আপনি নিরিখে মন।
কাছে ছিলে যবে অনুভবে ভবে বুঝি নাই মোল তার
আজিকে রোদনে গোপনে লোচনে অশ্রু সে তার দ্বার।
তুমি নাই তাই খর দহে প্রাণ হলাহলে যায় বহি
তুমি নাই তাই ভালোবাসা নাই ক্রুরতা ছায়িত মহী।
তুমি নাই তাই ফোটে নাই ফুল; বাগিচায় নাই ঘ্রাণ
তুমি নাই তাই আশাহত হৃদ ভালো নাই তনু মন।
কাছে ছিলে যবে অনুভবে ভবে বুঝি নাই মোল তার
আজিকে রোদনে গোপনে লোচনে অশ্রু সে তার দ্বার।
বিরহের গীত গাহিত ভুবন বিয়োজনে প্রিয় জন্
বিরহী লগনে আপনার সনে আপনি নিরিখে মন।