শীত বুড়ি আসবেই চাবুকেতে কশবেই; রূপ তার সানাবেই
পারবেনা কেউ তারে, দোষ দিতে বারে বারে;
নাহ কোনও জনাবেই।


ফলা তারই তীক্ষ্ণ তা; সুদূরের ইতিকথা আবহাওয়া চক্র
নাই সেথা দোষ কিছু ঘুরে ফিরে ঘুরে ফিরে  
হিমেলেতে বক্র।


তবু যারা শীতে কাঁপে আগুনেতে তাপ ভাপে পথের ঐ কিনারায়
বড় ব্যথা, বড় ব্যথা; বড় ব্যথা লাগে হৃদে; মন কাঁদে অবসাদে
বাণী কিছু তাতে রয়।


কেন রয়, কেন রয়! কেন রয় কিনারায়, ধূলি ধূস-রিত গায়
নিতান্ত অবহেলে, নিতান্ত অবহেলে;
দিনে রাতে তারে ধায়।


বিধাতার হাতে গড়া এই ধরা মনোহরা; আসমানী রঙে মেতে
তারই মাঝে, তারই মাঝে বিষমতা সামাজিক অসারতা
পথে পথে ফাঁদ পাতে।


কবি আমি কলমেতে রচি গাথা মালা তার ই
প্রশ্নের বাণ ছুড়ে পথে পথে যাই ঘুরে
নিবেদনে তারে করি।


তুমি প্রভু আল্লাহ ঈশ্বর খোদা তুমি;
কেন দিলে, কেন দিলে? কেন দিলে বিষমতা
বিষ ভূমি?


শিশুতোষ লেখা, "ইকর বিকর"


ইকর বিকর রবির ছা'য়ে
তপ্ত ঈশান কোণে;
উথলে পরে প্রেমের সোহাগ
নানান প্রশ্ন  বানে।


নাতিন সে তো; দুই বছর ই
প্রশ্ন হাজার মনে;
হেইডা কী তা; হোইডা কী ডা
বলেন দাদু গুণে।


দাদার তো ভায় শক্ত সে দাঁত
আজ রয় নি ভায়;
কেমন করে গুণতে সে বাঁক
সলসলিয়ে ধায়।


দাদু কী আর হারতে রাজি!
বুদ্ধি ঘটের বট;
বল্ল নাতিন শুন রে বাছা
এ সব দারুন
জট।


বিভিধ লেখা "গুড বাই"


ক্ষিতি ভাই গুড বাই; দিতে হবে যবে
জব্বর নাচে গানে, মৃত সবে হবে।
দুদিনের জীবনেতে
রহে সবে সুখ মেতে,
পরকালে বিচারেতে, নরকেতে রবে।