Sanjay Karmakar
  ·oonsrdpStei9011451h5l7gtlmJ7h7uwat9s0noc  ·


এই কী তোর ওই দৃষ্টি স্বামী, জগত্তারিণী
তোর সে খেলা, দুখের মেলা, ভাবতে পারিনি।
প্রলয় দিলি, তাই কী পেলি, শৌর্য সুখই মেলা!
চোখের বালি, তোরেই বলি, দূর হ
এইবেলা।
তোর ওই দ্বারে, ধ্বজা ওড়ে, কোন সে বারতায়?
এক সাগরের দুখ ঢেলে তুই, থাকিস দ্বারকায়!!
তারায় তারায় দীপ্তি শিখায়, থাকেন শতেক বীরে,
লুট করে প্রাণ, খোকন সোনার, তুই; থাকিস
সে কোন নীড়ে??
তোর ওই গৃহে জ্বালবো অনল, লুটতে তোর ওই প্রাণ,
গাইবো না আর, জপের মালা, তোর মায়ারই গান।
আসন তোর ওই ছিন্ন আজি, ব্যসন ভূষণ জপ,
কোন সে মায়ায়, রইবো ছায়ায়, করবো
রে তোর তপ???
বাঁধ ভাঙা সেই দুখের গাঙে, জোয়ার ছোটায় জনে,
খোকন তাঁর ওই পিতা তাহার, যশ আর গুণগানে।
দেশ ও জাতি, গাইলো প্রীতি, খোকন ও তাঁর মায়ে,
চাকরি জোটে মায়ের খোকার, মৃত্যু
তার ঐ দায়ে।