Sanjay Karmakar
  · 2 mins  ·


ফুটছে এ মন, জ্বলছে অনল, বিস্ফোটের ওই পল,
বহ্নি তার ওই , পুড়ায় এ মন, জ্বলছে দাবানল।
আস্থা আজি, খাদের কানায়, ও মন তোরে বলি,
এক ধরা আর মানুষ রচে, ভুলেই
কেনই গেলি।
বাস্তবতায় মানবতায়, নাই রে সে রাশ তোর,
তোর ওই সৃজন, নয়ন হরণ, তমায় ঘনঘোর।
অন্ধ রাজা, সান্ত্রী সিপাই, ভ্রষ্টাচারেই রত,
আজ এই মনে, হৃদয় দোরে, মূরত
রে তোর হত।
লক্ষ হাজার, খোকন সোনায়, নাই রে তোর ওই দয়া,
এক ধরণী, তোর কারণ ই; করালতার ছায়া।
কৃপায় তোর ওই, পাষাণ গলে, সৃষ্টি সৃজন হয়,
পলক ঝপক পড়তে রাজন, ভিক্ষা
মাঙ্গে হায়।
চাইলে কী আর, ব্যথার পাহাড়, ভুবন মাঝি বল?
ভরবে ভুবন, জ্যোৎস্না সুধায়, করিস কেনই ছল!!
সমন আজি, দিলেম তোরে, আস্থা যাবে জলে,
দীনের দেশে, স্নিগ্ধ বেশে, আজই
রে আয় চলে।