Sanjay Karmakar
Nove7mStpobuer 872u8 gatn 9o:4m32gre AMd  ·
"বিসর্জনের বাদ্য"


বিসর্জনের বাদ্য যেদিন
                বাজবে জমি ভূমির পর
রইবে না কেউ, ঘ্রাণ সে মলিন
                কেউ রবেনা আপন পর।
বহ্নি শিখা হিংসা দ্বেষের
                 বাষ্প বিষে মলিন ধরা
রুধির নদে বইছে হেথায়
                নাই রে আজি মনোহরা।
অন্ধকূপের আঁধার দেশে
             নাই রে মতি প্রেমের গান
আজব ধরা বুঝলি না কেউ
                    রইলি হয়ে শয়তান।
হৃদ প্রদেশে উপচে তিনি
               দিলেন কতই মুক্তো হীরে
বৃথাই সব ওই তার সে পরম
             রইলো সে ধন নতই শিরে।
ওরে, বিসর্জনের বাদ্য যেদিন
                  বাজবে জমি ভূমির পর
রইবে না কেউ, ঘ্রাণ সে মলিন
                 কেউ রবেনা আপন পর।
কাঁদছে সে ভূম প্রেমের লাগি
             মন খুলে তাই আয় রে সবে
ব্যথার সে বীণ বোঝ রে অবুঝ
            প্রেম মিলে দে আজকে ভবে।