Sanjay Karmakar
a914S1h9iatnor00 hirm6sd  ·


বিশ্ব  বিবেক পতন আজি ধ্বংস আজি গাথা
তূর্য তারি পুকার প্রবল রণের ইতিকথা।
দক্ষ রাজের যজ্ঞ আজি চলছে ধরার তল
আর সতী শিব, তার ঐ নাচন প্রলয় তার ঐ ঢল।


বিষ্ণু মুণি তোমায় জানি সতীচ্ছেদের বাণে
ডাকছি তোমায় আঁধার তমায় বিশ্ব তার ওই পানে।
হেথায় ধরা অগ্নি স্বরূপ উষ্ণ যে হৃদ মন
চক্র তোমার আজ যে পিতা তার ওই প্রয়োজন।


রুধির ধারায় রক্ত হোলি খেলছে হেথায় মানব আজি
যেই দিকে চাই অশ্রু ঝরায় চলছে ক্রুর দানব রাজ-ই।
দম্ভ তার ওই ছত্র ছায়ে হিংসা হেথায় বিছায় জাল
মানব নিধন যজ্ঞে মাতে হিংস্র ক্রুর ভেড়ার পাল।


কৃপায় তোমার শান্ত হতে চাই যে তোমায় আজ
মানব আজি নাই গো মানব রুদ্র তার ওই সাজ।