“অন্ধ”


অন্ধ! সে জন যে জন বিচার; মহিমা তাহার গড়া
গড় দিলে নাই করুণা তাহার, তিনি যে
দৃষ্টি হরা।
মূল্য চুকান কানায় কানায় খানিক স্খলন নাহি
পাপ ও পুণ্য ফলের বিধান; করেন
সহি সহি।
সহিতে যাতনা নরক জ্বালাতে; ফেলেন অন্ধ কূপে
স্বর্গের রাজ বিধান করেন, তিনিই
বিষ্ণু রূপে।
কদাকার নর কদাচারে রত তাহার বিধান তাই
করোনার বোলে উদ্যত তিনি; বিচার
তাহার চাই।


তাই বলে আমরাও হাতে হাত ধরে বসে নাই আর তাই বলি;-


“মজা”


আজ করোনা নাই করুণা ভাবছে রাজার রাজা
জানেই না যে শ্রেষ্ঠ মানুষ; ধরিয়ে দিবেই গজা,
গজাল মেরে পুততে তারে
কাটতে তারে ধারে ভারে,
দু দিন বাদেই হটিয়ে তারে, লুটবো মোরা মজা।


শেষমেশ অনুনয় বিনয়;-


“করুণা”


হে নারায়ণ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পিতা পিতামা;
কেন যাতনা আনিছো বহিয়া করুণার রু লহিছো কাড়িয়া
করোনাতে অবশেষ।
তোমার ই আশিসে ধন্য করিয়া
রু ওগো রু, দাও হে ধরিয়া
করোনাকে করো
শেষ।