Sanjay Karmakar


  · 2 hrs  ·
"বোধের বালাই"


বোধের বালাই মামু খালাই শোন রে বলি মন দিয়া
এমন কুকুর কামুক যদি করলি রে তুই ক্যান বিয়া!!
কামের বশে সর্বনেশে তোর ওই ঘরে আজ
বল রে খালু শিখলো কী আজ তোর ঐ ঘরের তাজ?
পারলি কী তুই শিক্ষা দিতে সমাজ বোধের তরে
জিন্দা শূকর নন্দনেতে বাগান দিলি ভরে।
মানলো না তোর পোলা কী বা,  মানিক রতন ধন
তোর মেয়েতে কামের রাজে আস্ত লাজের শোন।
ডাস্টবিনে রয় তোর ঐ লোহিত তোর মেয়ের ই পাপ
তুই কিনা কস মহল সে তোর তার হলি তুই বাপ!!
ধিক্কারেতে তোর ওই খেতে প্রসাব দিলাম করে
বোধের বালাই শরম কিছু রাখ রে খালু ওরে।